সর্বশেষ

শীতের দিনে -মুহাম্মদ সোলাইমান

215
Before post box 1

শীতের দিনে
-মুহাম্মদ সোলাইমান

শীতের দিনে সকাল বেলা,
আলো-আধাঁরের মিলন খেলা,
শীতের দিবা সন্ধ্যা বেলা,
গোধূলি রংয়ের মিলন মেলা।

শীত আগমনে পড়ে যায়
ভাপা পিঠার আসল ধুম,
তাইতো খোকা-খুকির চোখে
নেই যে কোন ঘুম।

শীতের দিনের সকালটা
থাকে কুয়াশায় শীতল ঢাকা,
ঠান্ডার জ্বালায় শীতের দিনে
মাটিতে যায়না পা রাখা।

শীতকালে জলের রাশি
কম থাকে আকাশে,
তাই সবার ঠোঁট গাল
ফেটে হয় ফ্যাকাশে।

শীত আসলে পড়ে যায়
খেজুর রসের বাহার,
তাইতো সবার ঘরে ঘরে
ভাপা পিঠার আহার।

আরও পড়ুন
middle of post box 3

শীতের পিঠা খেলে পরে
স্বাদ লাগে বেশি,
শৈত্য প্রবাহে কষ্টে আছি
আমরা দুখি বাংলাদেশী।

শীতের দিনের সকাল বেলায়,
দিনটা চলে হেলায় হেলায়,
ঘড়ির কাটা দ্রুত চলে
সময় পুরোয় বেলা-অবেলায়।

শীতের দিনে কুয়াশায় ঢাকা
যখন থাকে রবি,
হঠাৎ করে আলে যেন
দেখি সোনার ছবি।

শীতের এই আগমনে
আনন্দ পায় মনে মনে,
গরমের চেয়ে শীত ভাল,
বলছে আমায় আপন জনে।

শীতকালের অসুখ-বিসুখ
হতে পারে কম-বেশি,
সদা পরিচ্ছন্ন রইতে হবে
ভুলতে হবে রেষারেষি।।

লেখকঃ কবি, শিক্ষক এবং সংগঠক।

after post box 2