সর্বশেষ

গারাংগিয়া রাব্বানী মহিলা ফাজিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

552
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: গারাংগিয়া রাব্বানী মহিলা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে মাদ্রাসার কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসার হল রুমে গত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শাহজাদা মাওলানা আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দিন।

middle of post box 3

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী ও উপাধ্যক্ষ মাওলনা এনামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট দানবীর ও শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুল গাফফার চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন মুসলিম মেয়েদের মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রতি প্রবল আগ্রহ লক্ষণীয়। কিন্তু সেই তুলনায় তাদের জন্য মানসম্পন্ন মহিলা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতুল। গারাংগিয়া রাব্বানী মহিলা ফাজিল মাদ্রাসা সামাজিক অবক্ষয় ও নৈতিক বিপর্যয় থেকে মুসলিম উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এবং নারীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সকলের সহযোগিতায় সাফল্যের সাথে বালিকা এতিমশাখা, নুরানি বিভাগ, মহিলা হেফজখানা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করে আসছে।

আধুনিক বিশ্বের সাথে সংগতিপূর্ণ শিক্ষার পাশাপাশি শরীয়ত ও তরীকতের প্রচার ও প্রসারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই নারী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান।

আজকের এই কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবারের আলিম পরীক্ষায় ১৪জন এ+ সহ বিভিন্ন স্তরের ৪৫ জন জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্রী, মেহমান, গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

 

after post box 2