সর্বশেষ

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় টিকা উৎসবে উৎফুল্ল শিক্ষার্থীরা

207
Before post box 1

নিউজটিভিবিডি নিজস্ব প্রতিবেদক, ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার :: নগরীর এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় টিকা উৎসব, উৎফুল্ল শিক্ষার্থীরা। আজ ১৩ সেপ্টেম্বর ২০২২ দিনব্যাপী শিক্ষার্থীদের করোনার গণটিকাদান কর্মসূচি উদ্বোধনের পর মাদ্রাসায় ছিল উৎসবমুখর পরিবেশ।বিভিন্ন মাদ্রাসার আট শতাধিক শিক্ষার্থীরা টিকা নিয়েছেন।

middle of post box 3

শিক্ষার্থীদের টিকা নেওয়ার উৎসাহ দেখে স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসক, শিক্ষক, অভিভাবক এবং নার্সরা। টিকাদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, কাজী মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, নারী নেত্রী হাবিবা নাজনীন মুন্নি, নিউজটিভিবিডি ডটনেট চেয়ারম্যান মোহাম্মদ নুরুচ্ছফা, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম, হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব, মাওলানা এম সোলাইমান কাসেমী, মাওলানা কেফায়ত উল্লাহ, মাওলানা সরওয়ার জাহান প্রমুখ। পরিশেষে শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

after post box 2