সর্বশেষ

চিটাগাং চেম্বারের প্রাক্তন সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ

142
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক :: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রাক্তন সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ৮ নভেম্বর দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না……. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর মৃত্যুতে চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন। চেম্বার প্রেসিডিয়াম বলেন-চিটাগাং চেম্বারের সভাপতি থাকাকালীন জাফরুল ইসলাম চৌধুরী একজন সফল ও জনপ্রিয় ট্রেডবডি নেতা হিসেবে সমাদৃত ছিলেন। তিনি অত্র অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাফরুল ইসলাম চৌধুরী ১৯৯৭ সালে চিটাগাং চেম্বারে সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি চেম্বারের বর্তমান পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের পিতা ।

চেম্বার প্রেসিডিয়াম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন তার জন্য পরম করুণাময় আল্লাহতালার কাছে দোয়া করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ০৯ নভেম্বর ২০২২ ইং সকাল ১০.০০ টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে, দুপুর ২.০০ টায় সরকারি আলাওল কলেজ প্রাঙ্গনে, বিকেল ৩.০০ টায় বাঁশখালী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এবং বিকেল ৪.০০ টায় বাঁশখালী গুনাগারীতে নিজ বাড়ীতে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হবে।

after post box 2