সর্বশেষ

স্বাগতম মাহে রমজান -মুহাম্মদ সোলাইমান

255
Before post box 1

স্বাগতম মাহে রমজান
-মুহাম্মদ সোলাইমান

নিউজটিভিবিডি ডটনেট ডেস্ক:

স্বাগতম-স্বাগতম হে পবিত্র মাহে রমজান,
তোমারী আগমনে ধন্য হল মোর প্রাণ।
মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে,
আকুল হইল ধমনী, নেচে উঠিল প্রাণ।

তোমারী আগমনে ধন্য হল মোর প্রাণ,
স্বাগতম-স্বাগতম হে পবিত্র মাহে রমজান।
রমজান এলে তারাবী পড়ে,
আল্লাহর ইবাদতে জীবন গড়ে।

পবিত্র রমজানে নামাজ রোজা,
পূণ্য সিয়াম সাধনা ও ইফতার,
একে সত্তরগুণ সওয়াব দিলেন এ মাসে,
লা-শরীক আল্লাহ, আল্লাহু আকবর।

রমজানে রোজার সওয়াব
দিবেন আল্লাহ মহান নিজ হাতে,
অফুরন্ত নিয়ামত মহান আল্লাহর দান,
ভাল কাজ কর দিনে রাতে।

প্রতি রোজা সমাপ্তি ইফতারে,
কতই মোদের অনাবিল সুখ আনন্দ,
রোজাদারের মুখের দুর্গন্ধ,
আল্লাহর কাছে মিসক্ব আম্বরের সুগন্ধ।

middle of post box 3

হাজার সালাম স্বাগত জানাই,
স্বাগতম হে পবিত্র মাহে রমজান,
তোমারী আগমনে আকাশ-বাতাস,
আকুল হইল ধমনী, ধন্য হল প্রাণ।

রমজানে দোযখের দরজা সব বন্ধ,
বেহেস্তের দরজা সব রেখেছো খোলা,
সকল শয়তানকে বন্ধী করে,
পাপী-তাপী, গুনাহগার সব আত্মভোলা।

হাজার ফুলের সুবাস নিয়ে,
জেগে উঠিলে পূণ্য রমজান তুমি,
ত্যাগ মহিমার শিক্ষা দিয়ে,
ধন্য রমজান তোমায় পেয়ে আমি।

তুমি তো চির অম্লান,
হে পবিত্র মাহে রমজান,
তোমারি আগমনে
ধন্য হল মোর প্রাণ।

রমজান তুমি এনেছ মহান রজনী
হাজার রাতের পূণ্য ধরায়,
তামাম মানুষ তোমায় পেয়ে
সকল মনের আশা পুরায়।

তাই তোমায় সালাম জানাই
লও হে হাজার সালাম,
হে খোদা তুমি তৌফিক দাও
যেন পড়িতে পারি তোমার কালাম।।

★লেখকঃ কবি-সাহিত্যিক, শিক্ষক এবং সংগঠক।।

after post box 2