সর্বশেষ

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদুন্নবী (সা.) উদযাপন

939
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: নগরীর চান্দগাঁও আবাসিক এলাকাস্থ চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানটি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারী প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ। উদ্বোধকের বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারী ও একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। প্রধান ওয়ায়েজের বক্তব্য রাখেন দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী (ম.জি. আ)। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ডিরেক্টর শহীদুল্লাহ সেলিম, অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম, ইসলামী গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ। মিলাদুন্নবী মাহফিলে বক্তারা বলেন, মহানবী (সা.) গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ মানবজীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার আহ্বান জানান। মহানবী (সা.) শিশুকাল থেকে ছিলেন শান্ত, নম্রভদ্র ও সৎচরিত্রবান। আমানতধারিতা ও সত্যবাদিতার কারণে সে সময়ের লোকেরা তাঁকে আল-আমীন, আস-সাদিক উপাধীতে ভূষিত করেছিলেন। যুবককালে তিনি সমাজের কল্যাণে ব্রতী ছিলেন। সেই সাথে তিনি সবাইকে মা-বাবার খেদমত করার অনুরোধ করেন। এতে কিরাত ও হামদ-নাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদুর রহমান নদভী (ম.জি. আ)।

after post box 2