সর্বশেষ

এডুকেশান এক্সপো-২০২২ বিষয়ে অস্ট্রেলিয়ান টিমের প্রতিনিধির ড. হোছামুদ্দিন’র সাথে সৌজন্য সাক্ষাৎ

264
Before post box 1

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীতে অস্ট্রেলিয়া ভিত্তিক এডুকেশনাল সার্ভিস প্রতিষ্ঠান জে.কে মাইগ্রেশান হেল্প সেন্টার কর্তৃক আয়োজিত “এডুকেশান এক্সপো-২০২২” উপলক্ষে আগত অস্ট্রেলিয়ান টিমের প্রতিনিধি এস এম এ ফাহিম বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ব্যুরো চীফ অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন’র সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উক্ত সাক্ষাৎকালে কী উপায়ে বিদেশে উচ্চশিক্ষার পথকে আরো মসৃণ করা যায় এ বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয় উভয়ের মাঝে।

after post box 2