সর্বশেষ

পদুয়া ধলিবিলা হিলফুল ফুজুল সংগঠনের ৪র্থ তাফসীরুল কুরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল

235
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা হানিফারচর এলাকার হিলফুল ফুজুল সংগঠনের ৪র্থ তাফসীরুল কুরআন মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল ৮ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ৯টা হতে হানিফারচর জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জর্জ কোর্টের পিপিএ এডভোকেট হুমায়ুন কবির বাদশা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী ও টিকে গ্রুপের এজিএম মোহাম্মদ মোরশেদুল আলম। তাফসীর পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব, মাওলানা আহমদ বিন সালাম, হাফেজ মাওলানা আব্দুল বারী মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন মারুফ প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও বহু ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক, দেশ বরেণ্য ব্যক্তিবর্গ ও আলেম-উলামাগণ তাশরীফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন ধলিবিলা হিলফুল ফুজুল সংগঠনের সদস্যবৃন্দ।

 

after post box 2