সর্বশেষ

বর্ণাঢ্য আয়োজনে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার সীরাতুন্নবী (সা.) ও পুরস্কার বিতরণ সম্পন্ন

13
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার সীরাতুন্নবী (সা.) ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু’র সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমী এবং শাহাদাত হোসাইনের যৌথ সঞ্চালনায় আগ্রাবাদ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক এডভাইজার মাওলানা এনামুল হক মাদানী।

middle of post box 3

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব লায়ন সেতারা গাফফার চৌধুরী, সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক কাজী মুহাম্মদ গিয়াস উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন, হাজী রফিকুল আলম, মাওলানা সাইফুল্লাহ মাদান , অধ্যক্ষ মাওলানা ইউসুফ ছানুভী, মাওলানা জাহাঙ্গীর আলম, আলহাজ্ব শহিদুল্লাহ চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ আমানুল আলম আমান, আলহাজ্ব নুর মোহাম্মদ, আবদুল্লাহ আল মাসুম, আবদুল্লাহ আল মাসুদ, আবদুল্লাহ আল মারুফ, অধ্যাপক ড. আজিজুল হক।

বক্তব্য রাখেন মাওলানা রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মামুনুর রশীদ, মাস্টার যাইনুল মোস্তফা, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা হোবাইব নূর, মাওলানা তানভীর আহমদ, মাওলানা তানভীর হোসাইন, মাওলানা এনামুল হক, দেলোয়ার হোসেন, আরিফ হাসান, আসমাউল হোসনা, মিসেস আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মিসেস মরিয়ম আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবুল বশর আবু বলেন, মহানবী (সা.) গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ মানবজীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, মহানবী (সা.) শিশুকাল থেকে ছিলেন শান্ত, নম্রভদ্র ও সৎচরিত্রবান। সত্যবাদিতার কারণে সে সময়ের লোকেরা তাঁকে আল-আমীন উপাদিতে ভূষিত করেছিলেন। যুবককালে তিনি সমাজের কল্যাণে ব্রতী ছিলেন। সেই সাথে তিনি সবাইকে মা-বাবার খেদমত করার অনুরোধ করেন। প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী (সা.) বিশ্ববাসীর জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক মাদানী।

after post box 2