সর্বশেষ

চট্টগ্রামে দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে আইডিয়াল গার্লস মাদরাসা

697
Before post box 1

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খাজা রোডস্থ আইডিয়াল গার্লস মাদরাসার বার্ষিক শিক্ষানুরাগী, অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেবের সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ ইউসুফ ছানুভীর সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার উপ-পরিচালক আল্লামা ফোরকানুল্লাহ খলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, আল্লামা জিয়াউল হোসাইন জিয়া, অধ্যাপক মুনিরুল ইসলাম রফিক, দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মনিরুল মান্নান, সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ ইলিয়াস, বাঁশখালী পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এম হামেদ হাছন, মাওলানা জাকারিয়া হাসনাবাদি, রাঙ্গামাটি বায়তুশ শরফ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ শামসুল আরেফিন,

মাওলানা আফিফ ফোরকান, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মাহবূব, কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এনেল, মাওলানা আব্দুল খালেক ছানুভী, মাওলানা দিদারুল আলম, অধ্যক্ষ মুহাম্মদ আসাদ উল্লাহ আদিল, ইসলামি ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ জোন এভিপি মুহাম্মদ বোরহান উদ্দিন, ইসলামি ব্যাংক আতুরার ডিপো ব্রাঞ্চ ইনচার্জ ইরশাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে একাডেমিক, হিফজ বিভাগ ও সাংস্কৃতিক বিভাগের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামে দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে আইডিয়াল গার্লস মাদরাসা।
বক্তারা আরও বলেন, এ প্রতিষ্ঠান অচিরেই চট্টগ্রাম মহানগরীর একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ।

after post box 2