সর্বশেষ

বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

38
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: পটিয়া উপজেলায় বেলখাইন স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ২য় বারের মতো অলনাইট অলম্পিক ফুটবল টুর্নামেন্ট এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোয়ার্টার ফাইনাল খেলায় জিরি বড়বাড়ি ফুটবল একাদশ ২-০ গোলে ফ্রেন্ড সার্কেল ফুটবল একাদশকে পরাজিত করে। বাবু ডাঃ বাদল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ আলী হোসেন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কর্তালা বেলখাইন সর্দ্বামালঙ্কার বিহারের আজীবন অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথেরো মহোদয়। কোয়ার্টার ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্যা বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাবু রিপন বিশ্বাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সাগর বড়ুয়া ববি, নয়ন বড়ুয়া জয়, বাবু পরাগ বড়ুয়া, মোঃ নুরুল কবির চৌধুরী, বাবু জ্যোতি বড়ুয়া জনি, বাবু প্রদ্যুৎ চৌধুরী, গাজী এম ইয়াকুব আলী শিপন, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মোঃ আহমেদ কবির চৌধুরী, মোঃ ছৈয়দ নুর চৌধুরী, মোঃ হোসেন নুর চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নুর সাগর, মোঃ বেলাল হোসেন চৌধুরী, মোঃ ইকবাল,বাবু সৈকত বড়ুয়া, মোঃ নজরুল, মোঃ আনোয়ার, আনোয়ারুল আজম মামুন, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ সাইফুল , দীপ্ত বড়ুয়া ,মোঃ সালাউদ্দীন , মোঃ হোসেন, মোঃ ইলিয়াস, মোঃ ইসমাঈল, মোঃ ইছহাক, সাকিব, রাকিব, তানভির, অমি, মাহফুজ , মারুফ, আবদুল্লাহ, হামীম, মিসকাত, রাহাত, মোস্তাফা, আয়ান,ইফাজ, তাসিন, সাইদ, মাসুম, মিজবাহ,ওয়ারিদ প্রমুখ।

after post box 2