সর্বশেষ

চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

97
Before post box 1

এম সোলাইমান কাসেমী :: চকরিয়া প্রবাসী ইউনিয়নের উদ্যোগে উপজেলায় বিশ লক্ষাধিক টাকার ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান ৭ এপ্রিল (শুক্রবার) বিকালে চকরিয়া মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ এহেছান চৌধুরীর সভাপতিত্বে ও সৌদিয়া কমিটির সভাপতি কাশেম আহামদ ও কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মীর কাশেমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যন ফজলুল করিম সাইদী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পৃষ্টপোষক শফিউল আলম বাহার।কক্সবাজার জেলার বৃহত্তর প্রবাসী সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়ন ৩য় বারের মত মাহে রমজান উপলক্ষে সমগ্র চকরিয়া উপজেলাব্যাপী গরীব ও অসহায় ১২০০ পরিবারের মঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করার পাশাপাশি ৩৫টি পরিবারের মাঝে ১টি করে ছাগল, ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে লক্ষাধিক টাকার সহায়তা প্রদান, চকরিয়া উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ৪লক্ষাধিক টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়। স্থানীয় ৪শতাধিক পরিবারকে চকরিয়া মহিলা কলেজ মাঠে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে বাকিগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব আমিরাতের উম্মুল কুয়াইন শাখার সভাপতি নাসির উদ্দিন প্রমুখ। ইফতার ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংগঠনের প্রবাসী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

after post box 2