সর্বশেষ

মরগান ফ্রিম্যানের সমতার বার্তায় শুরু কাতার বিশ্বকাপ

118
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক :: বিশ্বকাপের অনুষ্ঠান তখনও মাঠে আসেনি, আগে দেখানো হলো মরুভূমির দৃশ্য। মাঠে আসার পর দেখা মিললো ঘোড়া হাতে মধ্য প্রাচ্যের পোশাক গায়ে দাঁড়িয়ে থাকা লোকজন। এরপর এলেন মরগান ফ্রিম্যান। তিনি দিলেন সমতার বার্তা। এরপর বিশেষভাবে এক সক্ষম এলেন স্টেজে। থাকলেন ফ্রিম্যানও।দুজন কথা বলে দিলেন সমতার বার্তা। হারুনুর রশিদ হয়ে এরপর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া হলো বিখ্যাত ওয়েবিন ফ্ল্যাগ গান। শুরু হলো কাতার বিশ্বকাপ।

after post box 2