সর্বশেষ

কলাউজান শাহ্ রশিদিয়া মাদ্রাসার ৪৮তম বার্ষিক সভা অনুষ্ঠিত

233
Before post box 1

এম সোলাইমান কাসেমী :: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৪৮তম বার্ষিক সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল  অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও গবেষক অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।

middle of post box 3

প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা আজাদ, ডা. ছাবের আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব এরফানুল করিম চৌধুরী।

তাকরীর পেশ করেন চুনতি হাকিমিয়া কামিল (অনার্স – মাস্টার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ শাহে আলম, হাফেজ মাওলানা শরিয়তুল্লাহ জিহাদী, অধ্যক্ষ মাওলানা আবু বকর, অধ্যক্ষ আ,ন,ম নোমান,অধ্যক্ষ মাওলানা নুরুল মোহসেন, মাওলানা আইয়ুব আলী আনসারী প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

after post box 2