সর্বশেষ

অধ্যক্ষ সাইফুদ্দিন মাহমুদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

111
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সাইফুদ্দিন মাহমুদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আজ ৩০ নভেম্বর ২০২২, বুধবার কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।সভাপতির বক্তব্যে তিনি বলেন, একজন গুণী শিক্ষক ও প্রশাসক ছিলেন অধ্যক্ষ সাইফুদ্দিন মাহমুদ। কর্মজীবন শুরু করেন সাউথ সন্দ্বীপ কলেজে। পরে হাটহাজারী আকবরিয়া স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এক যুগেরও বেশি। সবশেষে সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবনের ইতি টানেন।কলেজের প্রভাষক এ.কে.এম শাহনাওয়াজের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক তন্ময় আচার্য্য, প্রভাষক আলাউদ্দিন, প্রভাষক মিনু রানী মিত্র, প্রভাষক নাসরাতুল হোসাইন প্রমুখ।শোকসভা ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম।সবশেষে অধ্যক্ষ সাইফুদ্দিন মাহমুদের বিদেহী আত্মার মাহফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত: গত ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার দিবাগত রাত ২ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। স্যার, সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের আফগান বাড়িতে জন্মগ্রহণ করেন।

after post box 2