সর্বশেষ

জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করলেন এটিএম পেয়ারুল আলম

86
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: আসছে ১৭ অক্টোবর ২০২২ চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল আলমের সমর্থনে লোহাগাড়া উপজেলার সকল চেয়ারম্যান, মেম্বারগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর ২০২২ বিকালে উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্কের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী। মতবিনিময় সভায় মুঠোফোনে ঢাকা থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী , বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল আলম।

middle of post box 3

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী , জেলা পরিষদ সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী মিসেস সুরাইয়া খানম, শাহিদা আকতার জাহান,রুকসানা আকতার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এমএম মামুন, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন,চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা মুুহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, উপজেলার সকল মেম্বার ও মহিলা মেম্বারগণসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

after post box 2