সর্বশেষ

আল হেরা আদর্শ মাদ্রাসা খুলশী শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

199
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা আদর্শ মাদ্রাসা খুলশী শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও শাহ নেওয়াজ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা মমতাজ উদ্দিন কাদেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা কারী মাওলানা মুহাম্মদ মুসা, হাফেজ মাওলানা মুহাম্মদ আলম, হাফেজ মাওলানা মুহাম্মদ জাকারিয়া খালেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিব উল্লাহ সোহাইল, মাওলানা কারী বেলাল উদ্দিন, মানবিক পুলিশ মোহাম্মদ শওকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ক্লাশে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

after post box 2