সর্বশেষ

বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করছে -নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী

144
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।তিনি আরোও বলেন, বাংলাদেশে ইসলামের প্রসার ও প্রচারের জন্য আওয়ামীলীগ সরকার মাদরাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিচ্ছে। অতীতে কোন সরকার ধর্মীয় শিক্ষার মানোন্নয়নে এমন দৃষ্টান্ত দেখাতে পারেনি। রাজনীতিতে ধর্মের কাজ করতে কোন ধরনের বাঁধা নেই। আমি একজন রাজনৈতিক পরিবারের মেয়ে। এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন আলেম-উলামা ও আউলিয়া কেরামগণ। তাছাড়া আলেম ওলামাদের বেতন বৃদ্ধিসহ নানা সুযোগসুবিধা দিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ৫ নভেম্বর ২০২২ শনিবার ১১ঘটিকার সময় লোহাগাড়া উপজেলার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম শাহসুফী মাওলানা আবুল হাসনাত (রহ.) প্রকাশ টাইটেল সাহেব হুজুরের বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ ভিশন মিশন বাস্তবায়ন করতে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উন্নত শিক্ষায় বড় করতে হবে। আজকের কোমলমতি শিক্ষার্থীরা আগামীর উন্নত দেশ গঠনে ভূমিকা রাখবে। সেই উত্তম ব্যাক্তি, যে মানুষের কল্যাণে কাজ করে, যিনি এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে তিনি অবশ্যই উত্তম ব্যাক্তি। সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছেলে-মেয়েদের মানুষের মত মানুষ করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। আপনার সন্তান মাদরাসায় নিয়মিত আসছে কিনা তা তদারকি করবেন। ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দিবেন না। মোবাইল ফোন হলো জলন্ত দাজ্জাল। মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক প: প: কর্মকর্তা ডাক্তার আবদুল কাইয়ুম,পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার জাভেদ করিম চৌধুরী, মাদরাসার প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যাংকার সাদেক বিন জালাল, মাদরাসার গভর্নিং বডি’র সহ-সভাপতি জামিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল কাদের প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবছার আহমদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মাদরাসার প্রাক্তন ছাত্রী উম্মে সাঈমা তাজকিয়া, অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমী, মহিলা আওয়ামীলীগ নেত্রী কোহিনূর আকতার, সপ্না দেবী, নাজনীন সুলতানা, ইউপি সদস্য মুহাম্মদ এহসান, নজরুল ইসলাম বাবুল ও শহিদুল ইসলামসহ বিভিন্ন অভিভাবক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

after post box 2