সর্বশেষ

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

223
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ২৬ ডিসেম্বর ২০২২ সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দিদারুল আলমের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ আবদুল গাফ্ফার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ-সচিব আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এনামুল হক মাদানী, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ শাহ নেওয়াজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সরওয়ার জাহান, মাওলানা মোহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার জাইনুল মোস্তফা, মিসেস আসমাউল হুসনা, মিসেস আমিনা খানম, মিসেস আয়েশা আকতার, মিসেস আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইমরানুল হক, মোহাম্মদ আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানে ক্লাশে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও হিফজুল কুরআন বিভাগ থেকে হিফজ সমাপ্তকারী ৫জন হাফেজকে দস্তারবন্দি করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক মাদানী।

after post box 2