সর্বশেষ

চট্টগ্রাম-১৫ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী এম সোলাইমান কাসেমী’র মনোনয়ন বৈধ ঘোষণা

84
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ ৪ ডিসেম্বর ২০২৩ (সোমবার) বাংলাদেশ কল্যাণ পার্টি, (নিবন্ধন নং-০৩১)-এর পক্ষ থেকে জাতীয় সংসদ -২৯২ চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মাওলানা এম সোলাইমান কাসেমী’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

middle of post box 3

এসময় তিনি মহান আল্লাহর ও সংশ্লিষ্ট প্রশাসনের শুকরিয়া আদায় করে বলেন, মহান আল্লাহ আমাকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আমার জন্মভূমি সাতকানিয়া-লোহাগাড়াবাসীর কাছে আন্তরিক দোয়া , ভালোবাসা ও সহযোগিতা চাই। উল্লেখ্য যে, তাঁর দলীয় ও নির্বাচনী প্রতীক “হাত ঘড়ি”।

after post box 2