সর্বশেষ

পূর্বনির্ধারিত তারিখে হচ্ছে না নগর আওয়ামী লীগের সম্মেলন

98
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বহুল প্রত্যাশিত সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছিল আগামী ৪ ডিসেম্বর ২০২২। তবে ওই তারিখে হচ্ছে না সম্মেলন। পরে কবে হবে-সেই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেননি নগর আওয়ামী লীগের নেতারা। তবে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় তারিখটি নির্ধারণ হতে পারে- এমন কথা জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। গত শনিবার (২৯ অক্টোবর) নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যকরী সাধারণ সভায় সম্মেলন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বনির্ধারিত সময় অনুয়ায়ী ৪ ডিসেম্বর ২০২২ নগর আওয়ামী লীগের সম্মেলনের কথা ছিল। কিন্তু শুক্রবার (২৮ অক্টোবর) দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের জানান, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সভানেত্রী শেখ হাসিনা। মূলত ওবায়দুল কাদেরের এমন কথার পরই সম্মেলন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন নগরের নেতারা। এ বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘৪ তারিখের সম্মেলনের তারিখটা তো আমরাই সিদ্বান্ত করে নিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের কার্যকরী সভার সিদ্ধান্তের পর আমরা সম্মেলনের তারিখটা পিছিয়ে নিচ্ছি এবং সেটা ৪ তারিখের সমাবেশের পরে হবে।’

সম্মেলনের পরে কখন হতে পারে- এমন প্রশ্নের জবাবে আ জ ম নাছির বলেন, ‘সমাবেশ নিয়ে নভেম্বরের ৯ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উত্তর-দক্ষিণ -মহানগরের নেতাদের সভা আছে। সেখানে চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা থাকবেন। চট্টগ্রামের মন্ত্রী-এমপিরাও থাকবেন। সেখানে আমরা আমাদের সম্মেলনের নতুন তারিখের বিষয়টি জানাবো। ওনারা এরপর দেখেশুনে যে ডিসিশান দেবেন, সেটাই হবে।’
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সম্মেলনের চেয়েও সমাবেশকে বেশি প্রাধান্য দিচ্ছে।
আ জ ম নাছিরের কণ্ঠেও তারই সমর্থন মিলল। তিনি বলেন, ‘আমরা সমাবেশকে সফল করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। নেত্রী চট্টগ্রামে অনেকগুলো মেগা প্রজেক্ট করেছেন এবং চট্টগ্রামের মানুষ সেগুলোর সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে। এজন্য সাধারণ মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি গ্রহণযোগ্যতা আছে। তাই সমাবেশে শুধু আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ মানুষও সমবেত হবেন। এই সমাবেশটির জনসমাগম পলোগ্রাউন্ড পেরিয়ে নিউমার্কেট পর্যন্ত বিস্তৃত হবে।’ এর আগে গত ২৫ মে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তবে সেই তারিখেও সম্মেলন করতে পারেনি নগর আওয়ামী লীগ। সর্বশেষ ২৬ অক্টেবর চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগরীর ১৫ থানার নেতাদের সাথে কথা বলেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ওই বৈঠকে নগর আওয়ামী লীগকে ৪ ডিসেম্বর সম্মেলনের তারিখ বেঁধে দেন তিনি। সেই হিসেবে সম্মেলন সফল করতে কাজ করা শুরু করলেও বিভাগীয় সমাবেশের কারণে ফের পেছালো কাঙ্খিত সম্মেলন।

after post box 2