সর্বশেষ

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘শীতকালীন পিঠা উৎসব’ উদযাপন

3
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘শীতকালীন পিঠা উৎসব’-এর আয়োজন করা হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সেক্রেটারি ডাঃ মোহাম্মদ ইউসুফ।

middle of post box 3

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল কমিটির সদস্য মুহাম্মদ শওকত হোসাইন, অধ্যক্ষ কে.এম. মোস্তফা রেজাউল মনির, ডাঃ আহমেদ রহিম, ডাঃ সালাহউদ্দিন এম. এ.এইচ. চৌধুরী, জাফর উল্লাহ চৌধুরী, নাসির উদ্দিন ও সিরাজুল করিম বিপ্লব।

বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, মতলুবা নাসরিন, ইসরাতুন্নেসা মুক্তা, জান্নাতুল মাওয়া, নুসরাত ফারজানা, আতিয়া রহমানি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোহাম্মদ ইউসুফ গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক মজাদার বিভিন্ন পিঠার পরিচয় তুলে ধরেন। সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রায় শতাধিক রকমের পিঠার সমাহার ছিলো।

after post box 2