সর্বশেষ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন

99
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে ১নভেম্বর ২০২২ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ম. কাজী হারুন উর রশীদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জুয়েল সিকদার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ম. কাজী হারুন উর রশীদ বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে কেন্দ্র করেই সবকিছুর সৃষ্টি। হাদিসে কুদসিতে আল্লাহ্‌ তায়ালা বলেছেন- যদি মুহাম্মদকে সৃষ্টি করা না হতো তাহলে আমি আদমকে সৃষ্টি করতাম না এবং সৃষ্টি করতাম না জান্নাত ও জাহান্নাম। রাসুলে করিম (সা.)-এর উচ্চ মর্যাদা সম্পর্কে আল্লাহ্‌পাক বলেন- ওয়ারাফা’না লাকা যিক্‌রাক্‌’ আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। -(সুরা আল-ইনশিরাহ, আয়াত:৪)। এটিও রাসুল(সা.)-এর অন্যতম একটি মর্যাদা।

middle of post box 3

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, রাসুলে করিম (সা.)-এর আগমনে বিশ্ববাসী পেয়েছে আলোর সন্ধান এবং তাঁর শিক্ষা ও আদর্শ মানুষকে দিয়েছে মানবতার মুক্তি ও কল্যাণ। জাতি, ধর্ম, বর্ণ, নির্বীশেষে সবাই তাঁর কাছে পেয়েছে তাদের আশার বাণী এবং লাভ করেছে ইহকাল ও পরকালের মুক্তি। আল্লাহ্‌পাক রাসুল (সা.)-কে সারা বিশ্বের জন্যে রহমতের প্রতীক হিসেবে প্রেরণ করেছেন।

after post box 2