সর্বশেষ

বিষণ্ণবদন -মহিউদ্দিন রাশেদ

140
Before post box 1

বিষণ্ণবদন

মহিউদ্দিন রাশেদ

নিউজটিভিবিডি ডটনেট ডেস্ক:

লক্ষ প্রাণের জীবনদানে অর্জিত মাতৃভূমি
কালজয়ী বীর সেনাদের রক্তে রঞ্জিত তুমি।
মজলুমের আর্তনাদে পেয়েছি মুক্তির গান
হায়েনাদের অত্যাচারে বাঙ্গালি-রক্তের বান।

হায়েনারা করত জুলুম তাদের ইচ্ছেমত
মনগড়া সব আইন বানিয়ে চেপে দেওয়া হত।
আপন ভূমে পরবাস, ছিলনা কোন অধিকার
জেল! জুলুম! নির্যাতন! হায়-ছিল নিত্যকার।

আরও পড়ুন
middle of post box 3

বিলিয়েছে ইজ্জত মা-বোনেরা, সর্বস্ব হারিয়ে
মৃত্যু মুখে পেতেছিল বুক মুক্তির শপথ নিয়ে।
কত বাবা-মা হারিয়েছে তার নাড়ি ছেড়া ধন
নিয়েছিল সেদিন পিতা-পুত্র স্বাধীনতার পণ।

বিষণ্ণতায় ভাবছি এখন সেদিনের পণের কথা
লাশের মিছিল আজো বয় একোন স্বাধীনতা!
নারীরা আজো মুক্ত নয়, হচ্ছে লালসার শিকার
জীবন নিয়ে বাড়ী ফেরার নেই তার অধিকার।

রবের নিকট চাই যে দয়া, মিনতি করজোড়ে-
দাওগো শক্তি, পাই যেন মুক্তি, নব যুদ্ধে লড়ে।
দাওগো সাহস ভাঙব আমি, জালিমের দুহাত
মুক্ত করব দেশ, উপড়িয়ে জালিমের বিষদাঁত।

after post box 2