সর্বশেষ

আনোয়ারায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন বাবুল

157
Before post box 1

 

আমান উল্লাহ দৌলত, চট্টগ্রাম :: ১৫ জুন শনিবার সকালে ফজরের নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন মোহাম্মদ বাবুল (৫০)। হঠাৎ রাস্তার পাশের খড়ের গাদায় চোখ পড়ে তাঁর। সেখানে এক বান্ডিল টাকা পড়ে আছে। বান্ডিলটা তুলে দেখেন সব এক হাজার টাকার নোট।

middle of post box 3

মোহাম্মদ বাবুল একসময় ব্যবসা করতেন। এখন বয়সের কারণে ছেলেদের সঙ্গে থাকেন। ঘরের কাজকর্ম দেখাশোনা করেন। তিনি বলেন, ঘরে এসে আমার ছোট ভাই মোহাম্মদ এরশাদের সঙ্গে পরামর্শ করি কীভাবে মালিককে খুঁজে বের করব? পরে স্থানীয় যুবলীগ নেতা নাছির উদ্দীনের আইডি থেকে টাকার মালিকের খোঁজ পেতে ফেসবুকে একটি পোস্ট করে সে। ভাগ্য ভালো পোস্টটি মালিকের চোখে পড়ে।

জানা যায়, আনোয়ারা সদরের ব্যবসায়ী ঝিনু হার্ডওয়ারের মালিক মো. খোকন ১৪ জুন শুক্রবার হাইলধর ইউনিয়নের পালের হাট পশুবাজারে কোরবানির গরু কিনতে যায়। কিন্তু মনের মত না হওয়ায় গরু না কিনে ফিরে আসার সময় ৮০ হাজার টাকার একটা বান্ডেল হারিয়ে ফেলেন।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে গিয়ে স্থানীয়দের উপস্থিতে নিজের টাকা বুঝে নেন টাকার মালিক মোঃ খোকন।

after post box 2