সর্বশেষ

নগরীতে ফয়জুল আরাফাহ ফাউন্ডেশন উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

280
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম ২৭ মার্চ ২০২৩ (সোমবার) বিকালে প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ এহেছান চৌধুরীর সৌজন্যে ২৫০ জন মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

middle of post box 3

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পলি হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ এহেছান চৌধুরী, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, পলি হাসপাতালের পরিচালক মিজানুর রহমান সোহেল, এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, সংগঠক মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, মাওলানা মাহমুদুল করিম, মাওলানা মুহাম্মদ শাহাব উদ্দিন, মোহাম্মদ তায়েফ, মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম, পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়।

after post box 2