সর্বশেষ

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার একাডেমিক ভবন ও জামে মসজিদের শুভ উদ্বোধন করলেন আবু রেজা নদভী এমপি

218
Before post box 1

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার একাডেমিক ভবন ও জামে মসজিদের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী । তিনি বলেন, মাদ্রাসার ভিশন-২৫ এবং ইসলামী শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখছে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা। এছাড়াও তিনি মাদ্রাসা ট্রাস্টের সম্মানিত পরিচালকদের সাহায্যের হাত সম্প্রসারিত করার জন্য সবিশেষ আহ্বান জানান। ২২ মার্চ ২০২৩ (বুধবার) দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা ভিশন-২৫, একাডেমিক ভবন ও জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার জমি দাতা আলহাজ্ব আবুল বশর আবু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আব্দুল গাফফার চৌধুরী, ভাইস চেয়ারম্যান লায়ন সেতারা গাফফার চৌধুরী,জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, ঢেমশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা সরওয়ার আলম রিমন, অর্থ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, আলহাজ্ব মোহাম্মদ আবদুল মাবুদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হারুন, মাওলানা মুহাম্মদ ইমরানুল হক প্রমুখ।

middle of post box 3

প্রধান বক্তার বক্তব্যে বাশার গ্রুপের চেয়ারম্যান ও এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার জমি দাতা আলহাজ্ব আবুল বশর আবু বলেন, প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা, একাগ্রচিত্ততা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের আন্তরিকতার মাধ্যমে দেশ ও জাতি গঠনে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

মাদ্রাসার সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আব্দুল গাফফার চৌধুরী বলেন, ভিশন-২৫ এর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কুরআন, হাদিস ও যুগোপযোগী বিজ্ঞান-প্রযুক্তিগত জ্ঞানসমৃদ্ধ একদল আদর্শ, যোগ্য এবং দক্ষ নাগরিক গড়ে তোলা সমযের অনিবার্য দাবি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, শিক্ষা জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের পরিকল্পিত ভিশন-২৫ বাস্তবায়ন করতে মাদ্রাসা ট্রাস্টের কার্য-নির্বাহী পরিষদ ও পরিচালকদের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মাদ্রাসার আরও একাডেমিক ভবন নির্মাণে তাঁর আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

after post box 2