সর্বশেষ

সাংবাদিককে হেনস্তা করা সেই কনস্টেবল বরখাস্ত

115
Before post box 1

 

middle of post box 3

নিউজ ডেস্ক : নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাঈদ আরমানকে হেনস্তাকারী সেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. শাহিনুর রহমান।তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্ররক্ষা বিভাগে কর্মরত।সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান।বিষয়টি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবহিত করলে অপেশাদার আচরণের জন্য কনস্টেবল শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবল মো. শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা ফারুক।

after post box 2