সর্বশেষ

পশ্চিম কাহারঘোনায় এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন 

36
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: পশ্চিম কাহারঘোনা আজগর আলী (রহ.) প্রকাশ রকিয়া বাপের বাড়ির উদ্যোগে এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ৯এপ্রিল ২০২৪ (মঙ্গলবার ) সম্পন্ন হয়েছে।

middle of post box 3

প্রবীণ আলেম আলহাজ্ব মাওলানা মোজহেরুল হকের সভাপতিত্বে ও আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশ নেন মোহাম্মদ আবদুর রহিম, জাহেদুল ইসলাম, মিজানুল হক, জসীম উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা আবু তাহের, মাওলানা হারুন, এজহারুল হক, বাহাদুর, ইমরানুল হক প্রমুখ। 

মাহফিলে বক্তারা এই আয়োজনের ভূয়সী প্রসংশা করেন। বাড়ির সকল সদস্যদের আন্তরিকতায় আরো জনহিতকর কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্টান শেষে বাড়ির মুরব্বিদের ইছালে সওয়াব ও প্রবাসীদের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুল আলিম ।

after post box 2