সর্বশেষ

নিউজটিভিবিডি ডটনেট’র চেয়ারম্যান মনোনীত হওয়ায় সংবর্ধিত হলেন মোহাম্মদ নুরুচ্ছফা

272
Before post box 1

 

নিজস্ব প্রতিবেদক :: একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি শিক্ষা ও সংস্কৃতি, জীবন ও দৃষ্টিভঙ্গি। এই গণতান্ত্রিক সংস্কৃতি, রুচি ও মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। আত্মপরিচয়ের সন্ধানে মানবজাতি বারবার নিত্যনতুন সংকটের সম্মুখীন হচ্ছে। সংকট মোকাবেলায় সীমাবদ্ধতা সত্ত্বেও সংবাদ পরিবেশনে নিউজটিভিবিডি ডটনেট’র পথ চলা হবে ব্যাতিক্রমী।

middle of post box 3

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা, সেতু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডমিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) -এর আজীবন সদস্য, (TBBS) -এর আজীবন সদস্য মোহাম্মদ নুরুচ্ছফা নিউজটিভিবিডি ডটনেট’র চেয়ারম্যান মনোনীত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সুধীমহল।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজটিভিবিডি ডটনেট’র উপদেষ্টা তহিদুল আলম, নিউজটিভিবিডি ডটনেট’র সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, ইন্জিনিয়ার মোহাম্মদ জোনাইদ হোসেন প্রমুখ। সংবর্ধনা শেষে নিউজটিভিবিডি ডটনেট পরিবারের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

after post box 2