সর্বশেষ

পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ

135
Before post box 1

 

নিউজটিভিবিডি ডেস্ক :: আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। দিনটি বড় পীর গাউসুল আজম হজরত সৈয়দ আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বা মৃত্যুবার্ষিকী। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে।

middle of post box 3

দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করেছে। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১ তারিখের ফাতেহা শরিফকে বোঝায়।

বড় পীর হজরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানি (র.)-এর স্মরণে এ ফাতেহা পাঠ করা হয়। বড় পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.) হিজরি ৪৭০ সনে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন এবং হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি ইন্তেকাল করেন।

 

after post box 2