সর্বশেষ

বিজয় আমাদের হবেই! 

সাইফুল ইসলাম সাঈদ

25
Before post box 1

বিজয় আমাদের হবেই!
সাইফুল ইসলাম সাঈদ

সাহিত্য ডেস্ক:

আকাশ পথে উড়ছে দেখো মুসলমানের লাশ,
আর কতকাল থাকবে তুমি হয়ে কাফেরের দাস।
ছোট্ট শিশুর লাশের সারি দেখো মেলে আঁখি,
সেই গাজা আজ হারিয়ে গেল আর কি দেখার বাকি।

আরও পড়ুন

স্বপ্ন আঁকো

ঈদ উৎসব কুরবানি -মুহাম্মদ সোলাইমান

middle of post box 3

আমার বোনের কান্নার রব আসছে কানে ভেসে,
মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান তাকিয়ে তাকিয়ে হাসে।
বোমা বারদের অগ্নিতে ছাই মুসলমানের দেহ,
তাদের সাথে কাঁধ মেলানোর নাই যে ধরাই কেহ।

আর কতকাল থাকবে শুয়ে ভাঙবেনা কি ঘুম,
খুব অচিরেই তোমার উপর পরবে তাদের বোম।
কাপুরুষতার জীবনে তুমি পাও কিভাবে সুখ,
লাখো শহীদের রক্ত দেখেও লাগেনা কি কভু দুখ।

দোহাই খোদার বেরিয়ে পড়ো আর থেকোনা বসে,
কঠিন হস্তে রোখো কাফের, দাঁড়াও মাজলুমের পাশে।
খোদার দেয়া জীবন তুমি করো জীহাদে বিলীন,
রক্ত দিয়ে সাফ করো নাও জীবনের সব মলিন ‌

দলে দলে দুর্গ গড়ো করো বইকট পণ্য,
সাধ্যমত রোখে তাদের হও জীবনে ধন্য।
আওয়াজ তুলে দলে দলে দাও মিছিলে যোগ,
জীবন থাকতে সুতো মাটি করতে পারবে না ভোগ।
মুসলিম বিশ্ব মুসলমানের হাতে আজীবন রবেই,
অচিরেই তুমি দেখতে পাবে বিজয় আমাদের হবেই।

after post box 2