সর্বশেষ

হুফ্ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ পেকুয়া শাখার উদ্যোগে হিফজু্ল কুরআন প্রতিযোগিতা

157
Before post box 1

 

middle of post box 3

নিজস্ব প্রতিবেদক :: হুফ্ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে হিফজু্ল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোছাইন এর সঞ্চালনায় হযরত আলহাজ্ব মাওলানা ক্বারী মুনীর উল্লাহ মুনীর এর সভাপতিত্বে শিলখালী কাছেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি সমাজসেবক আজিজ উদ্দিন চৌধুরী।প্রদান বক্তা ছিলেন চট্টগ্রাম এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এইচ এম ওসমান সরওয়ার।বিশেষ অতিথি ছিলেন শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি  কমর উদ্দীন সহেব। প্রধান বিচারক ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম ও হেফজখানার প্রধান হাফেজ ক্বারী নাসির উদ্দীন। সহকারী বিচারক ছিলেন হাফেজ হোছাইন আহমেদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী এস এম তানভীর। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার,সনদ ও পরবর্তী রাউন্ডের জন্য ইয়েসকার্ড প্রদান করা হয়।

after post box 2